সোমবার, ০৭ জুলাই ২০২৫
এস প্লাস টিভি

হবিগঞ্জ

ছাত্রনেতা মো: বাবুল মিয়ার সংবর্ধনায় যুবদলের উচ্ছ্বাসপূর্ণ আয়োজন

সাবেক ছাত্রনেতা ও যুক্তরাজ্য প্রবাসী মো: বাবুল মিয়ার সদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করেছে নবিগঞ্জ উপজেলা যুবদল।গত মজ্ঞলবার ২৪-০৬-২৫ইং নবিগঞ্জের স্থানীয় একটি মিলনায়তনে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নবীগঞ্জ-বাহুবল আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ শেখ সুজাত মিয়া।সংবর্ধনা অনুষ্ঠানের চিত্রপ্রধান অতিথির বক্তব্যে শেখ সুজাত মিয়া বলেন, “মো: বাবুল মিয়া দীর্ঘদিন প্রবাসে থেকেও দলের আদর্শকে ধারণ করে চলেছেন। তার মতো সাবেক ছাত্রনেতারা আমাদের সংগঠনের প্রাণশক্তি। এই সংবর্ধনা প্রমাণ করে নবীন-প্রবীণের মেলবন্ধন এখনও যুবদলে অটুট আছে।”অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবিগঞ্জ উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরাও।অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি মো: বাবুল মিয়া বলেন, “যুবদলের প্রতি আমার আত্মিক টান আজও আগের মতোই। দেশের এই কঠিন সময়ে প্রবাসে থেকেও আমি দলের জন্য কাজ করে যাচ্ছি। আজকের এই সম্মাননা আমার জন্য গর্বের।”অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবিগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি এবং অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক।সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা মো: বাবুল মিয়ার সাংগঠনিক অবদান এবং তার সততা, ন্যায়পরায়ণতা ও দলীয় আনুগত্যের ভূয়সী প্রশংসা করেন। একপর্যায়ে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট প্রদান এবং দলীয় গান পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।

ছাত্রনেতা মো: বাবুল মিয়ার সংবর্ধনায় যুবদলের উচ্ছ্বাসপূর্ণ আয়োজন